অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের মধ্যেকালীন নির্বাচনী ফলাফলে বিশ্বনেতৃবর্গের প্রতিক্রিয়া


বিশ্ব নেতৃবর্গ যুক্তরাষ্ট্রের মধ্যেকালীন নির্বাচনের ফলাফলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন I আমেরিকার মিত্র ও অংশীদার দেশগুলি এবং এমনকি বিরূপ মনোভাবাপন্ন দেশসমূহ প্রতিনিধি পরিষদে ডেমোক্রাট দলের

নুতন সংখ্যাগরিষ্ঠতা আগামী বছরগুলিতে প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্র নীতিতে কতোটুকু প্রভাব ফেলতে পারে,তা অনুধাবন করার চেষ্টা চালাচ্ছেন I সিনেটে মাইনোরিটি স্পিকার, ন্যান্সি পেলোসি এই বিজয়কে আমেরিকার জন্য "নুতন প্রভাত" বলে আখ্যায়িত করেছেন I তবে London School of Economics and Political Science এ US Center 'র পরিচালক, Peter Trubowitz বলেন, যেহেতু ট্রাম্পের রয়েছে পররাষ্ট্র নীতিতে অবাধ কর্তৃত্ব,অভন্তরীন নীতিতে যা তাঁর নেই, তাই চীনের সঙ্গে ব্যবসা,ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং মেক্সিকোর সঙ্গে সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে তাঁর প্রয়াস জোরদার করতে হবে I তিনি ডেমোক্রেটসদের প্রতি তাঁকে সহায়তা প্রদানের আওভান জানান I

XS
SM
MD
LG