মিয়ান্মারে চলমান রোহিঙ্গা মানবিক সংকটের ব্যাপারে গঠিত নতুন উপদেষ্টা বোর্ড , রোহিঙ্গারা স্বদেশে ফেরৎ গেলে তাদের গ্রহণ করার ব্যাপারে সে দেশের সরকারের পরিকল্পনা সমর্থন করছে।
ঐ বোর্ড থেকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত বিল রিচার্ডসনের আকস্মিক পদত্যাগের পর বোর্ডের সদস্যদের প্রত্যাবাসন এলাকার সংক্ষিপ্ত পরিদর্শনে নিয়ে যাওয়া হয়।
এ দিকে রিচার্ডসন ভয়েস অফ আমেরিকাকে ফোনে জানান যে তিনি জাতিসংঘের এই বিবৃতি সমর্থন করেন যে শরনার্থি প্রত্যাবাসন যথাসময়ের আগেই ঘটতে যাচ্ছে এবং সেখানে ত্রাণ সংস্থাগুলো এবং নিরপেক্ষ পর্যবেক্ষকদের প্রবেশের অধিকার ও নেই। এরা স্থানীয় অবস্থার র্মল্যায়ন করতে পারতেন এবং বাংলাদেশে চলে যাওয়া শরনার্থিদের ফেরত আসার ব্যাপারে তাদের সত্যিকার তথ্য দিতে পারতেন।
নিউ মেক্সিকো অঙ্গ রাজ্যের এই সাবেক গভর্ণর এবং মিয়ান্মারের গণতান্ত্রিক আন্দোলনের দীর্ঘ দিনের সমর্থক গত বুধবার রাষ্ট্রীয় উপদেষ্টা আওন সান সু চি গঠিত প্যানেল থেকে পদত্যাগ করেন । রাখাইন এলাকার সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের জন্য গঠিত কোফি আনানের নের্তৃত্বাধীন কমিশনের সুপারিশ বাস্তবায়নের লক্ষে এই প্যানেল গঠন করা হয়।