প্রায় ৩ সপ্তাহ ধরে ভারতীয় ও চিনা সেনারা মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে যুদ্ধং দেহি অবস্থায়। ওখানে চিন যে নতুন সড়ক নির্মাণ করছে, তা চিনের জমিতে, না ভারত বা ভুটানের জমিতে, বিবাদ তা নিয়েই। জার্মানিতে জি-২০ সম্মেলনের এক ফাঁকে নরেন্দ্র মোদি ও শি জিনপিংয়ের বৈঠকে ঐ বিরোধের একটা মীমাংসা হয়ে যাবে, এমনই প্রত্যাশা ছিল ভারতীয় কূটনৈতিক মহলে। কিন্তু চিনের এই অপ্রত্যাশিত কঠোর অবস্থানের ব্যাখ্যা খুঁজতে এখন ব্যস্ত ভারতীয় মহল। প্রতিবেশীদের কাছে ভারতকে অপদস্থ করাই কি চিনের লক্ষ্য? দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এমন যুদ্ধ-যুদ্ধ অবস্থান শান্তির পক্ষে মোটেই বাঞ্ছনীয় নয়। এবার তবে কি? কোন দেশ আগে চোখের পলক ফেলে পিছিয়ে আসবে?