অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন প্রবাসীরা


বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১ কোটি প্রবাসী বাংলাদেশী রয়েছেন। তাদের ভোটার করা অর্থাৎ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সাথে সাথে জাতীয় পরিচয়পত্র দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইতোপূর্বে নানা উদ্যোগ নেয়া হলেও এবারে এ কার্যক্রম আলোর মুখ দেখতে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছেন, পরীক্ষামূলকভাবে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশীদের ভোটার করার মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হবে।

নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, প্রাথমিকভাবে সিঙ্গাপুরে গিয়ে দেশটির কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনাসহ কারিগরি অন্যান্য কাজ সম্পন্ন করতে হবে। আগামী এপ্রিল নাগাদ কার্যক্রম শুরু হবে বলে কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে, নির্বাচন কমিশন আগামী মার্চ থেকে কয়েক ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথাও জানিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG