অ্যাকসেসিবিলিটি লিংক

আজ OIC মন্ত্রীদের জরুরি বৈঠক


ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আগামী সপ্তাহের পুনর্নিবাচনে জয়ী হলে,দখলিত পশ্চিম তটের কিছু অংশ তিনি অংগীভূত করবেন I তাঁর এই উক্তির প্রেক্ষিতে সৌদি আরবের অনুরোধে OIC সংগঠনের ৫৭জন মন্ত্রী আজ এক জরুরি আলোচনায় মিলিত হচ্ছেন I শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, নেতানিয়াহু জর্ডন উপত্যকা ও অবৈধ বসতি স্থাপনাকে অংগীভূত করার যে ঘোষণা দিয়েছেন, জরুরি এই বৈঠকে তাঁর ওপরেই আলোচনা নিবদ্ধ থাকবে I

PLO সংস্থার নির্বাহী সদস্য, HANAN ASHRAWI বলেছেন, এ ধরণের যে কোনো সংযোজন ফিলিস্তিনি-ইসরায়েলি শান্তি চুক্তির কোনো সম্ভাবনাকে নস্যাৎ করে দেবে I

XS
SM
MD
LG