অ্যাকসেসিবিলিটি লিংক

সকল ভেদাভেদ ভুলে দেশবাসীকে ঐক্যবদ্ধ শপথ নেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে যাতে কেউ ব্যাহত করতে না পারে তার জন্য সকল ভেদাভেদ ভুলে দেশবাসীকে ঐক্যবদ্ধ শপথ নেয়ার আহবান জানিয়েছেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এমন আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন কেউ যেন বাংলাদেশের ভাগ্য নিয়ে ছিনি মিনি খেলতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।


তিনি ১৯৭১ এর ২৫ শে মার্চের কালো রাতের কথা স্মরণ করে বলেন বাঙ্গালি জাতিকে নিশ্চিহ্ন করতে সে রাতে এদেশের নিরীহ মানুষের ওপর আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল হানাদার বাহিনী।কিন্তু এদেশের সর্বস্তরের মানুষ হানাদার বাহিনীর সে আক্রমণ প্রতিরোধ করেছিল এবং দীর্ঘ নয়মাস যুদ্ধ করে ও অকাতরে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন।

শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশে-বিদেশে অবস্থানরত সকল দেশবাসীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী তার শাসন আমলে বিভিন্ন খাতে দেশের উন্নয়নের বিভিন্ন দিকও তুলে ধরেন।

XS
SM
MD
LG