অ্যাকসেসিবিলিটি লিংক

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ


ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে একটি প্রকাশনা সংস্থার মালিক শামসুজ্জোহা মানিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে স্থাপিত ব-দ্বীপ প্রকাশনার স্টল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে তাদের প্রকাশিত 'ইসলাম বিতর্ক' নামের একটি বইয়ে ইসলাম ধর্ম সম্পর্কে বিতর্কিত লেখার প্রমাণ পাওয়া গেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় পুলিশ ব-দ্বীপ প্রকাশনার স্টলটি বন্ধ করে দিয়েছি এবং বইটি জব্দ করেছ। একই প্রকাশনার আরও পাঁচটি বই জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে 'ইসলাম বিতর্ক' বইয়ের প্রকাশক, সম্পাদক এবং যে প্রেস থেকে বইটি মুদ্রিত হয়েছে তার মালিকসহ গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারায় শাহবাগ থানা পুলিশ একটি মামলা দায়ের করেছে।

XS
SM
MD
LG