অ্যাকসেসিবিলিটি লিংক

গঙ্গার দূষণ রোধে ভারত সরকারের তৎপরতা


ভারতের সবচেয়ে বিখ্যাত নদী গঙ্গার স্রোত অনেক জায়গাতেই রুদ্ধ হয়ে গিয়েছে নানান সেচ ও জলবিদ্যুত প্রকল্পের দাবি মেটাতে গিয়ে। যে গাঙ্গেয় সভ্যতা প্রাচীন কাল থেকেই ভারতের প্রাণ, সেই গঙ্গাই শুকিয়ে যেতে বসেছে।

সম্প্রতি জলসম্পদ মন্ত্রি উমা ভারতী, পরিবেশ মন্ত্রি প্রকাশ জাভড়েকার ও বিদ্যুত মন্রি পীযুষ গোয়েলের এক কমিটি পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিয়েছে, অনেক হয়েছে, গঙ্গার ওপরে আর যে কোনও রকম নির্মাণ নিষিদ্ধ করে দেওয়া হবে।

তাঁদের সিদ্ধান্ত কয়েক দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে। কেননা, সেখানে গঙ্গা দূষণ নিয়ে একটি জনস্বার্থ মামলা চলছে। উত্তরাখণ্ড রাজ্যে গঙ্গার ওপর নির্মীয়মান পাঁচটি জলবিদ্যুত প্রকল্পের কাজও মাঝপথে বন্ধ করে দেওয়া। প্রকল্পের উদ্যোক্তাদের ক্ষতিপূরণ দিয়ে দেবে সরকার, এমনটাই জানা গিয়েছে। উমা ভারতীর মন্ত্রক এই অর্থের জোগান দেবে।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

XS
SM
MD
LG