অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা নির্ণয়ে শুমারির প্রস্তুতি চূড়ান্ত করেছে বাংলাদেশ সরকার


বাংলাদেশে অবস্থানরত বর্মী রোহিঙ্গা শরণার্থীদের সঠিক সংখ্যা নির্ণয়ে প্রথমবারের মতো শুমারির প্রস্তুতি চূড়ান্ত করেছে বাংলাদেশ সরকার। সরকারের পরিসংখ্যান ব্যুরো এর তত্ত্বাবধান করছে এবং সহযোগিতা দিচ্ছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। শুক্রবার থেকে শুরু হচ্ছে খানা জরিপ বা পরিবারভিত্তিক তালিকা তৈরির কাজ, চলবে পাঁচ দিন। আর ব্যক্তি গণনা চলবে মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। রোহিঙ্গা শরণার্থীদের প্রকৃত সংখ্যা নিয়ে তথ্যগত বিভ্রান্তি আছে। সরকারের তালিকাভুক্ত রোহিঙ্গাদের সংখ্যা ৩২ হাজার। কিন্তু বেসরকারি হিসেবে এই সংখ্যা পাচ লাখের মতো। রোহিঙ্গা শুমারির কারণ সম্পর্কে আইওএম-এর মুখপাত্র আসিফ মুনীর ভয়েস অফ আমেরিকাকে বলেন, এর ফলে একটি সঠিক চিত্র পাওয়া যাবে।

রোহিঙ্গা শুমারি হবে ছয়টি জেলায় অর্থাৎ কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি এবং পটুয়াখালীতে। কর্মকর্তারা জানিয়েছেন, গণনার কাজ শেষ হলে রোহিঙ্গাদের পরিচয় পত্র দেয়া হবে।...ঢাকা থেকে আমীর খসরু

XS
SM
MD
LG