রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে প্রত্যক্ষ করার জন্য বর্তমানে বাংলাদেশ সফররত শান্তিতে নোবেল পুরস্কার জয়ী তিনজন নারী মঙ্গলবার বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নোম্যান্সল্যান্ডে গত প্রায় ৬ মাস ধরে আশ্রয় গ্রহণকারী কয়েকজন হাজার রোহিঙ্গাকে দেখতে সেখানে যান এবং কথা বলেন। নোবেল জয়ী ইরানের শিরিন এবাদী, ইয়েমেনের তাওয়াক্কাল কামরান এবং উত্তর আয়ারল্যান্ডের মেরিয়েড মাগুয়ার প্রায় দুই ঘন্টা ধরে নোম্যান্সল্যান্ডে রোহিঙ্গাদের,বিশেষ করে রোহিঙ্গা নারীদের সাথে কথা বলেন। এ সময় হত্যা, নির্যাতন আর অত্যাচারের বিভৎসতার কথা শুনে তারা অশ্রুসিক্ত হয়ে পড়েন। এই সফরের উদ্যোক্তা নোবেল উইমেন ইনিসিয়েটিভ-এর পক্ষ থেকে বলা হয়েছে, নোবেল বিজয়ীরা রোহিঙ্গা নারীদের উদ্দেশ্য এই শক্তিশালী বার্তাই দিয়েছেন যে, তারা রোহিঙ্গা নারীদের কণ্ঠস্বর এবং নির্যাতিত নারীদের ন্যায় বিচারের জন্য লড়াই করবেন। এদিকে, মিয়ানমার কর্তৃপক্ষ বুলডোজার দিয়ে রাখাইনের গ্রাম মাটির সাথে মিশিয়ে ফেলার খবরকে সঠিক নয় বলে উল্লেখ করে বলেছে, রোহিঙ্গাদের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্যই এটা করা হচ্ছে।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।