অ্যাকসেসিবিলিটি লিংক

রোগীদের অঙ্গ প্রতিস্থাপনে ড্রোনের ভূমিকাঃ চলুন ঘুরে আসি কলেজ পার্কের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে


কলেজ পার্কের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের চিকিত্সকরা এবং বিজ্ঞানীরা একটি বিশেষ ধরণের কাস্টম তৈরি ড্রোন তৈরি করছেন যা আক্ষরিকভাবেই মানুষের জীবন বাঁচাতে এক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

ইউএমডি রোবোটিক্স সেন্টারের পরিচালক ডেরেক প্যালে বলেন, "এটি অঙ্গ প্রতিস্থাপনের প্রথম একটি পরীক্ষামূলক ব্যবস্থা যা একটি চালক বিহীন ড্রোনের সাহায্যে করা হয়েছিল। এই ড্রোনে সব্ রকম ব্যবস্থাই চালু ছিল এবং এই ধরণের ব্যাবস্থা শেষ পর্যন্ত জীবন বাঁচাতে যথেষ্ট সাহায্য করতে পারবে বলে আশা করা হচ্ছে।"

এ বিষয়ে আজকের স্বাস্থ্য ও বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Alexey Gorbachev এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।


XS
SM
MD
LG