অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়ার্কার্স পার্টি মনে করে ভ্রমণ সতর্কতার নামে বাংলাদেশের ওপর পশ্চিমা রাষ্ট্রের চাপ সৃষ্টির কৌশল


ভ্রমণ সতর্কতা
চাপ সৃষ্টি কৌশল

মহাজোট সরকারের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি মনে করে ভ্রমণ সতর্কতার নামে বাংলাদেশের ওপর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন পশ্চিমা রাষ্ট্রের চাপ সৃষ্টির হীন কৌশল। এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয় মন্তব্য করে দলটি বলেছে, বাংলাদেশ জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স দেখাচ্ছে। আন্তর্জাতিক মহলের উচিত বাংলাদেশের এই উদ্যোগকে সার্বিকভাবে সহায়তা করা।
বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পাটির পলিটব্যুরো শনিবার এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ‘পশ্চিমা নাগরিকদের ওপর আরও হামলার ঘটনা হতে পারে’ এমন আশঙ্কা প্রকাশ করে তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারির বিষয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া সত্ত্বেও যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশনা জারি অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক মহলে বিরূপ ও নেতিবাচক মনোভাব সৃষ্টির জন্যই অত্যন্ত কৌশলে ভ্রমণ সতর্কতার নামে এই নির্দেশনা দেয়া হয়েছে।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:35 0:00

XS
SM
MD
LG