অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্তাম্বুল হামলার প্রতিশোধে দু"শো আইএস জঙ্গিকে হত্যা করেছে তুরস্ক


তুরস্ক আজ দাবি করেছে যে, দু'দিন আগে ইস্তাম্বুলে যে আত্মঘাতী হামলায় ১০ জন জার্মান নাগরিককে হত্যা করা হয়েছিল, তার প্রতিশোধ হিসাবে তারা সিরিয়া ও ইরাকে ২০০ জন ইসলামিক স্টেট জঙ্গিকে হত্যা করেছে।

প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেছেন যে, তুর্কি বাহিনী সিরিয়া সীমান্ত বরাবর এবং ইরাকের উত্তরাঞ্চলে একটি তুর্কি শিবিরের কাছে ট্যাঙ্ক এবং সাঁজোয়া বাহিনী নিয়ে, ইসলামিক স্টেটের ৫০০ টি লক্ষ্যবস্তুর উপর আঘাত হেনেছে। তিনি বলেন, গত ৪৮ ঘন্টার মধ্যেই এই সব অভিযান চালানো হয়েছে।

আঙ্কারায় তুর্কি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে দাভুতোগলু বলেন যে, প্রয়োজন হলে বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান আক্রমণ চালানো হবে এবং আই এস যোদ্ধারা সীমান্ত এলাকা ত্যাগ না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তুরস্ক প্রতিজ্ঞাবদ্ধ। তবে গত নভেম্বর মাসে তুরস্কের একজন বিমান চালক রুশ জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করার পর থেকে, তুরস্কের কোন জঙ্গি বিমান সিরিয়ার আকাশ সীমায় প্রবেশ করেনি।

দেভুতোগলু প্রত্যয় প্রকাশ করেন যে তুরস্কের বিরুদ্ধে সব ধরণের হুমকির বিরুদ্ধে যথাযথ শাস্তি দেওয়া হবে।

XS
SM
MD
LG