ভারতে,দেশের সংবাদ সংস্থার খবরাখবরে প্রকাশ রাজ্যের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ ঘটনার তদন্ত করত গিয়ে ন্যাশনাল ইনভেসটিগেশান এজেন্সি NIA জানিয়েছে, ইসলামিক স্টেইট ISIS-এর ধাঁচে বৃহত্তর বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়ে নাশকতার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলো জামাতুল মুজাহেদীন। বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়।
ভারতে হিন্দু পুরুষদের সঙ্গে মুসলমান নারীদের বিয়ে এবং ধর্মান্তর বিষয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিযেছেন গৌতম গুপ্ত।