অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে ১০,০০০ দুষ্কৃতিকারী আটক


West Bengal map
West Bengal map

তোলাবাজি ও অন্যান্য দুষ্কর্মে জড়িত অভিযোগে পশ্চিমবঙ্গ জুড়ে কম-বেশি ১০,০০০ দুষ্কৃতিকে আটক করল রাজ্য সরকার। পুলিশ বলছে, অভিযোগ পেলেই রাজনৈতিক রং না দেখেই ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা মুখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন প্রশাসনকে। কিন্তু ২০১১-য় তৃণমূল সরকার গঠনের পর থেকেই তো রাজ্য জুড়ে তোলাবাজির অভিযোগ উঠেছে, এত দিন ব্যবস্থা না নিয়ে এখনই-বা কেন? দলের তরফে ব্যাখ্যা হল, দুষ্কৃতিরা অনেকেই দলীয় নেতাদের ঘনিষ্ঠ বলে ব্যবস্থা নেওয়ার পথে অনেক সমস্যা ছিল। ২০১১-র পর ২০১৩-য় পঞ্চায়েত নির্বাচন, ২০১৪ সালে লোকসভা নির্বাচন, ২০১৫-য় পুর নির্বাচন ও ২০১৬ সালে ছিল বিধানসভা নির্বাচন। এ দিকে তোলাবাজী নিয়ে সাধারণ মানুষ তো বটেই, অভিযোগ আসছিল শিল্প মহলের তরফেও। রাজ্যের ভাবমূর্তিতে কালি লাগছিল। শেষ পর্যন্ত এ বার বিপুল ভোটে ফের পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসবার পরেই মমতা দুষ্কৃতিরাজ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছেন। প্রশাসনের দাবি, এই অভিযান দু দিনের লোক-দেখানো ব্যাপার নয়। অভিযান চলবে।
এ সম্পর্কে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG