অ্যাকসেসিবিলিটি লিংক

ডব্লিউএফপি: ভয়াবহ বন্যার কারণে খাদ্য সংকটের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ


bangladesh flood (AFP)
bangladesh flood (AFP)

জাতিসঙ্ঘ খাদ্য কর্মসূচী ডব্লিউএফপি বলেছে এবছরের ভয়াবহ বন্যার কারণে খাদ্য সংকটের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশে ডব্লিউএফপি এর কান্ট্রি ডিরেক্টর ড. ক্রিস্টা রাডের এক বিবৃতিতে বলেছেন বন্যায় বিপুল পরিমাণ কৃষিজমির ফসল ধ্বংস হয়ে যাওয়ায় দীর্ঘ মেয়াদে বন্যার্তদের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাটা ব্যাপক ঝুঁকিতে পড়েছে।

বন্যায় বহু মানুষ তাদের ক্ষেতের ফসল, বাড়িঘর, সহায় সম্বলসহ সব কিছু হারিয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন এসকল মানুষের জন্য এখনই খাদ্যের প্রয়োজন। বাংলাদেশ সরকারের তরফে অবশ্য বলা হয়েছে দেশে খাদ্যাভাবের কোন সম্ভাবনা নাই। এদিকে, ডব্লিউএফপি বলেছে সংস্থাটি দেশের বন্যা কবলিত উত্তরাঞ্চলের ৪ টি জেলায় বন্যা দুর্গত দুই লাখেরও বেশি মানুষের মধ্যে ত্রাণ হিসেবে খাদ্য বিতরন শুরু করেছে।

ডব্লিউএফপি বলেছে, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বহু পরিবার এখনও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন এবং এখনও তাদের ঘরে ফেরার মতো পরিস্থিতি তৈরি হয় নি। এসব মানুষ তীব্র খাদ্যাভাব এবং দারিদ্র্যের মুখে পড়ার বড় ধরনের ঝুঁকিতে রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

XS
SM
MD
LG