অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে যুদ্ধবিরতি মন্থর,তবে আংশিকভাবে সফল


ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত জানিয়েছেন যে, হোদেইদা বন্দর সংলগ্ন যুদ্ধবিরতি আংশিক হলেও সফল বলা যায় I তবে দুটি পক্ষের দ্বিতীয় দফা আলোচনা শুরু হবার আগে সেখানে আরো সফলতা অর্জনের প্রয়োজন রয়েছে I বিশেষ প্রতিনিধি, মার্টিন গ্রিফিথস বলেছেন, গত মাসে সুইডেনে স্বাক্ষরিত দুটি পক্ষের যুদ্ধবিরতির বাস্তবায়ন মন্থর হলেও, শান্তি প্রক্রিয়ায় তার অবদান লক্ষণীয় I

তিনি বলেন, নিঃসন্দেহে আগামী দিনগুলিতে প্রশ্নাতীত অনেক বাঁধা বিপত্তি পেরোতে হবে, তবে শরিক দুটি দল যেন তাদের প্রতিশ্রূতি ভঙ্গ না করে এবং সংযমী হয়ে শান্তি প্রতিষ্ঠা করে, সেটাই হবে আমাদের সবার কাম্য I

XS
SM
MD
LG