অ্যাকসেসিবিলিটি লিংক

২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় খালেদা জিয়া ও তাঁর সন্তানরা সরাসরি জড়িত: অভিযোগ শেখ হাসিনা'র


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় তৎকালীন বিএনপি সরকারকে দায়ী করেছেন।

মঙ্গলবার ঢাকায় গ্রেনেড হামলার ১৪ বছর পূর্তি উপলক্ষ্যে ঘটনাস্থলে একটি অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর সেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কর্মীদের এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, এ হত্যাযজ্ঞে খালেদা জিয়া এবং তাঁর সন্তানরাও সরাসরি জড়িত, এতে কোন সন্দেহ নেই।

সেদিনের গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং শেখ হাসিনাসহ কয়েকশ দলীয় নেতা কর্মী আহত হন। প্রধানমন্ত্রী বলেন, সেদিন আওয়ামী লীগকে চিরতরে শেষ করে দেয়ার জন্যই এ হামলা চালান হয়েছিল।

গ্রেনেড হামলা নিয়ে যে মামলা হয়েছিল তা বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আইন মন্ত্রী আনিসুল হক। তিনি জানান, মামলার রায় সেপ্টেম্বর মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আদালত এখনো রায়ের দিন ক্ষণ জানায়নি। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ এ মামলার আসামি ৫২ জন।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG