অ্যাকসেসিবিলিটি লিংক

মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর দাবী জানিয়েছেন কংগ্রেস সভাপতি


FILE - Indian Congress party president Rahul Gandhi addresses the 48th Congress plenary session in New Delhi, India, Saturday, March 17, 2018.
FILE - Indian Congress party president Rahul Gandhi addresses the 48th Congress plenary session in New Delhi, India, Saturday, March 17, 2018.

ভারতে সংসদের আসন্ন অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর দাবী জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:40 0:00

দেশের সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশন শুরু হবে আগামী আঠেরোই জুলাই। ওই অধিবেশনেই মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর দাবি জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সংসদের অধিবেশনে ওই বিল পাশ করাতে প্রধানমন্ত্রীকে কংগ্রেস সমর্থন করবে বলেও চিঠিতে উল্লেখ করেছেন কংগ্রেস সভাপতি। ওই চিঠি নিজের টুইটার অ্যাকাউন্টেও পোস্ট করেছেন তিনি।চিঠিতে তিনি উল্লেখ করেছেন, আমাদের প্রধানমন্ত্রী দাবি করেন তিনি নারী নিরাপত্তা নিয়ে চিন্তিত। তাই সংসদের বর্ষাকালীন অধিবেশনে এবার মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর উদ্যোগ নিক নরেন্দ্র মোদি সরকার। বিল সংসদে উত্থাপন করলে কংগ্রেস নিঃশর্তভাবে কেন্দ্রকে সমর্থন করবে বলেও জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলে খবর।

XS
SM
MD
LG