অ্যাকসেসিবিলিটি লিংক

রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি নিয়ে অস্বস্তিতে মোদী সরকার


১৯৯১ সালে শ্রীলংকার তামিল বিচ্ছিন্নতাবাদীদের হাতে নিহত হয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রি রাজীব গান্ধী। এই হত্যা মামলায় জড়িত সাত জন তামিলনাড়ুতে জেল খাটছে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি মাথায় নিয়ে। এদের মধ্যে চার জন শ্রীলংকার নাগরিক। কিন্তু তামিলনাড়ুর বহু মানুষই শ্রীলংকার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রতি সহানুভূতিশীল। তাঁরাই এই সাত বন্দীরও মুক্তি চান। সামনেই রাজ্য বিধানসভা নির্বাচন। সম্ভবত সে কথা মাথায় রেখেই রাজ্যের মুখ্যমন্ত্রি জয়ললিতা সরকার কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে চিঠি দিয়েছে, এই সাত বন্দিকে মুক্তি দেওয়া হোক। বছর দুয়েক আগেও তখনকার মনমোহন সিং সরকারকে একই অনুরোধ করেছিল জয়ললিতা সরকার। বাস্তবে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করলে কেন্দ্রের আপত্তি উপেক্ষা করেই বন্দিদের মুক্ত করে দিতেন জয়ললিতা। কিন্তু এই হত্যা মামলা করেছিল কেন্দ্র। তার শীর্ষ আদালত রায় দেয়, কেন্দ্রের সম্মতি ব্যতিরেকে বন্দিমুক্তি সম্ভব নয়। কেন্দ্র রাজি হয় নি। বিজেপি রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ললিতার সঙ্গে জোট বাঁধতে উদগ্রীব। সে কথা মাথায় রেখেই মোদি সরকারের কাছে জয়ললিতার অনুরোধ। বিষয়টি কিন্তু কেন্দ্রের অস্বস্তির বিষয়। কেননা, বিজেপি সন্ত্রাসবাদীদের প্রতি কঠোর মনোভাবের পক্ষপাতী।

সরাসরি লিংক

XS
SM
MD
LG