অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ু পরিবর্তনে সোচ্চার হওয়ার তাগিদ শেখ হাসিনার


hasina sherman
hasina sherman

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দু’দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ঢাকায়।

এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দু’দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ঢাকায়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিস্তৃতি ও এর প্রভাব কমাতে বিশ্ব নেতৃবৃন্দকে আরো সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অনুমিত সময়ের আগেই ফেলতে শুরু করেছে। তিনি বলেন, গ্লোবাল ওয়ার্মিং-এর কারণে অনেক ছোট ছোট দ্বীপপুঞ্জ হারিয়ে যাবে। তখন সেখানকার মানুষজন কোথায় যাবে তাও ভেবে দেখতে হবে।
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেন, বাংলাদেশের কাছে শিখতে এসেছি। অভিযোজনের বিষয়ে শেখার ক্ষেত্রে বাংলাদেশই হচ্ছে সবচেয়ে ভাল শিক্ষক।
মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলদা সি হেইন বলেন, আমাদের হাতে সময় নেই। সময় দ্রুত তাড়া করছে। বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী ড. ক্রিস্টাসিনা জর্জিওভা জলবায়ু পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

XS
SM
MD
LG