টেলিভিশন সাংবাদিক সুবর্ণা নদীর হত্যাকান্ড নিয়ে পাবনায় ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা নদী খুন হন গত রাত সাড়ে দশটায়। একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে হত্যা করেছে। কেন এই হত্যাকান্ড? পুলিশ বলছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে তিনি খুন হয়েছেন। সুবর্ণার বড় বোন চম্পা বেগমও একই ইঙ্গিত করেছেন। একটি যৌতুক মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় তার আগের স্বামীর লোকজন হত্যা করতে পারে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানিয়েছেন, ঘটনার আগে মটর সাইকেলে আসা মুখ বাধা অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত বাসার কলিং বেল টিপে। সুবর্ণা নিজেই দরজা খুলে দিলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতেই তার মৃত্যু হয়। সুবর্ণার মা বাদি হয়ে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সাংবাদিকরা এই হত্যাকান্ডের নিন্দা ও বিক্ষোভ দেখিয়েছেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী