অ্যাকসেসিবিলিটি লিংক

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশে টিকাদান শুরু


অনেক জল্পনা-কল্পনা আর অন্তহীন অনিশ্চয়তার মধ্যে শেষ পর্যন্ত করোনা ভাইরাসের টিকা আসছে বাংলাদেশে।

অনেক জল্পনা-কল্পনা আর অন্তহীন অনিশ্চয়তার মধ্যে শেষ পর্যন্ত করোনা ভাইরাসের টিকা আসছে বাংলাদেশে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশিদ আলম এক সংবাদ সম্মেলনে জানান, জানুয়ারির ২১ থেকে ২৫ তারিখের মধ্যে টিকার প্রথম চালান আসবে। তিনি জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে জাতীয়ভাবে টিকা দেয়া শুরু হবে। সিরাম ইন্সটিটিউট, অ্যাস্ট্রাজেনেকার এই টিকা সরবরাহ করছে। টিকা আসার পর আমদানিকারক সংস্থা বেক্সিমকোর ওয়্যারহাউজে দু'দিন থাকবে। এরপর বিভিন্ন জেলায় পাঠানো হবে। প্রথম চালানে থাকছে ৫০ লাখ ডোজ। পর্যায়ক্রমে তিন কোটি ডোজ টিকা আসবে। স্বাস্থ্যের মহাপরিচালক জানান, ২৬শে জানুয়ারি থেকে নিবন্ধন শুরু হবে। নিবন্ধনের পর আবেদনকারীকে স্থান ও সময় বলে দেয়া হবে । ভ্যাকসিন দেয়ার জন্য সাত হাজার ৩৪৪টি টিম গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে সাড়ে সাত হাজার কেন্দ্র থেকে ভ্যাকসিন দেয়া হবে। প্রথম ধাপে ৮০ বছরের বেশি বয়স এবং স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন পাবেন। পরের ধাপে ৭০ বছরের বেশি বয়সীরা পাবেন।

অধ্যাপক খুরশিদ আলম জানান, ফাইজারের টিকা নেয়ার ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। চার লাখ মানুষ ফাইজারের টিকা পাবেন।

আগামী ২৮শে জানুয়ারির মধ্যে এইচএসসি বা সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। করোনার কারণে এইচএসসি বা সমমানের ফল প্রকাশ নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছিল। মন্ত্রিপরিষদের সোমবারের বৈঠকে আইনের একটি সংশোধনীর অনুমোদন দেয়া হয়। খসড়া আইনটি সংসদে পাসের পর ফল প্রকাশ হবে। ১৮ই জানুয়ারি সংসদের অধিবেশন বসছে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা না নিয়ে পূর্বের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে ফলাফল প্রকাশের এই সিদ্ধান্ত হয়েছে।

ওদিকে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন। এ পর্যন্ত মারা গেছেন সাত হাজার ৮০৩ জন। শনাক্ত হয়েছেন ৮৪৯ জন। সবমিলিয়ে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ২৩ হাজার ৩০২ জন। সুস্থ হয়েছেন চার লাখ ৬২ হাজার ৭১৮ জন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

please wait

No media source currently available

0:00 0:01:55 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG