অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে করোনা সংক্রমণের গড় হার ১৩ দশমিক ৬৫ শতাংশ


বাংলাদেশে করোনা সংক্রমণের গড় হার ১৩ দশমিক ৬৫ শতাংশ
বাংলাদেশে করোনা সংক্রমণের গড় হার ১৩ দশমিক ৬৫ শতাংশ

সমগ্র বাংলাদেশের সংক্রমণের গড় হার ১৩ দশমিক ৬৫ শতাংশ হলেও রাজধানীর ঢাকার অন্তত ১৭টি এলাকায় সংক্রমণের হার ৩০ শতাংশের বেশি পাওয়া গেছে।  

সমগ্র বাংলাদেশের সংক্রমণের গড় হার ১৩ দশমিক ৬৫ শতাংশ হলেও রাজধানীর ঢাকার অন্তত ১৭টি এলাকায় সংক্রমণের হার ৩০ শতাংশের বেশি পাওয়া গেছে।

রোববার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের বা আইইডিসিআর এর দেওয়া তথ্যে অনুযায়ী সারাদেশ এবং ঢাকার করোনা পরিস্থিতির এমন চিত্র উঠে এসেছে। আইইডিসিআর এর দেওয়া তথ্য মোতাবেক ঢাকা শহরের রূপনগর ও আদাবর থানা এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ যেখানে সংক্রমণের হার যথাক্রমে ৪৬ ও ৪৪ শতাংশ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন যে সকল স্থানে সংক্রমণের হার ৩০ শতাংশের বেশি সেখানে উচ্চ পর্যায়ের ঝুঁকি রয়েছে এবং কর্তৃপক্ষের উচিৎ সেসসকল এলাকার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া।

সরকার অবশ্য আগেই বলেছে করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্ব গতি ঠেকাতে আগামী বুধবার থেকে দেশব্যাপী এক সপ্তাহের জন্য কঠোর লক ডাউন বলবত করা হবে। কঠোর লক ডাউন শুরু হলে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ হতে পারে বলে আজ গণমাধ্যমকে জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ -এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান । রপ্তানি মুখি তৈরি পোশাক শিল্পকে কঠোর লক ডাউনের আওতা মুক্ত রাখার জন্য আজ এক সংবাদ সম্মেলনে আহ্বান জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ। সংস্থা দুইটির নেতারা তাদের বক্তব্যে আশংকা প্রকাশ করেছেন লক ডাউনে পোশাক শিল্প বন্ধ থাকলে ক্রেতারা তাদের ক্রয়াদেশ বাতিল করে দিতে পারেন এবং তা হলে এ শিল্পে বিপর্যয়ের সৃষ্টি হতে পারে।

এদকে, সরকারের স্বাস্থ্য বিভাগ আজ জানিয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গেছেন ৭৮ জন এবং নতুন শনাক্ত হয়েছেন ৫৮১৯ জন।

please wait

No media source currently available

0:00 0:01:44 0:00


XS
SM
MD
LG