বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এর চেয়ারপার্সন খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন দলেন মহাসচিব মির্জা ফাখরুল ইসলাম আলামগির।
রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে মির্জা ফাখরুল বলেন বেগম জিয়ার ব্যাক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তাঁর অবস্থা স্থিতিশীল আছে ।
এদিকে, একুশে পদক প্রাপ্ত দেশের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী মিতা হক আজ ভোরে ঢাকার একটি হাসপাতালে করোনা সংক্রমণে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।