জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের দুইজন সহকারী হাইকমিশনার সোমবার ভাসানচর পরিদর্শন শেষে কক্সবাজার পৌঁছেছেন।
প্রথমবারের মতো বাংলাদেশে আসা ইউএনএইচসিআরের কার্যক্রম পরিচালনা বিষয়ক সহকারী হাইকমিশনার রাউফ মাজাও এবং সুরক্ষা বিষয়ক সহকারী হাইকমিশনার গিলিয়ান ট্রিগস সকালে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখেন। নৌবাহিনীর কর্মকর্তারা ভাসানচরের সুযোগ-সুবিধা ইউএনএইচসিআর–এরকর্মকর্তাদের কাছে তুলে ধরেন।
এসময় কিছু রোহিঙ্গা সফরকারী কর্মকর্তাদের সাথে কথা বলতে এগিয়ে আসলে তাদের বাধা দেয়া হয়। এতে রোহিঙ্গারা বিক্ষুব্ধ হয়ে উঠলে, তাদের দমন করা হয়। রোহিঙ্গাদের দাবি, এতে অন্তত ৬জন রোহিঙ্গা আহত হয়েছেন।
এদিকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউএনএইচসিআর।
ভাসানচর পরিদর্শন শেষে দুপুরে কক্সবাজার পৌঁছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজোয়ান হায়াতের সাথে বৈঠক করেন দুই কর্মকর্তা।
মঙ্গলবার তাদের কক্সবাজারের শরণার্থী শিবির পরিদর্শনের কথা রয়েছে।
ভাসানচরে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘকে যুক্ত করতে চায় বাংলাদেশ সরকার। এরই অংশ হিসেবে দুই সহকারী হাইকমিশনারের এই সফর।
এই সফর ভাসানচর ইস্যুতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা নীতিতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। মোয়াজ্জেম হোসাইন সাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।