অ্যাকসেসিবিলিটি লিংক

ভূমধ্যসাগরে নৌকা ডুবে অন্তত ৩৭ জন বাংলাদেশী মারা গেছেন


লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিশিয়ার উপকূলে অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবে এই পর্যন্ত পাওয়া খবর মোতাবেক অন্তত ৩৭ জন বাংলাদেশী মারা গেছেন বলে তিউনিশিয়ার রেডক্রিসেন্ট এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর সংবাদ মাধ্যমকে বলেছেন।

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিশিয়ার উপকূলে অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবে এই পর্যন্ত পাওয়া খবর মোতাবেক অন্তত ৩৭ জন বাংলাদেশী মারা গেছেন বলে তিউনিশিয়ার রেডক্রিসেন্ট এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর সংবাদ মাধ্যমকে বলেছেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলছে, ওই নৌকাটিতে প্রধানত বাংলাদেশী ও মরক্কোর ৬৫ জন অভিবাসী ছিলেন। অভিবাসন সংস্থা আইওএম জানায়, যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে শিশুসহ ১৪ জন বাংলাদেশী রয়েছেন। নৌকা ডুবিতে প্রাণ হারানো বাংলাদেশীদের ৬ জনের বাড়ী সিলেট ও মৌলভীবাজারের বলে জানা গেছে। এদের আত্মীয়স্বজনরা জানান, তারা দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি যেতে চেয়েছিলেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি, তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। বাংলাদেশের লেবার কাউন্সিলের ঘটনাস্থলে যাবার কথা রয়েছে। ইউএনএইচসিআর এবং আইওএম জানায়, এ বছরের প্রথম চার মাসেই ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে অন্তত ১৬৪ জন বিভিন্ন দেশের অভিবাসী মারা গেছেন।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG