যুক্তরাষ্ট্র বাণিজ্য দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল জে ডেলেনির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৫ দিনের বাংলাদেশ সফরে শনিবার ঢাকায় এসে পৌছাবেন। প্রতিনিধি দল বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রেড ইউনিয়ন প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে সাক্ষাত ও বৈঠক করবেন। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিএসপি অ্যাকশন প্লানের সমর্থনে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশী সংস্থাগুলোর প্রচেষ্টা সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করবে প্রতিনিধি দলটি। এ খাতে কতোটুকু অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যতে আরও যে অগ্রগতি প্রয়োজন তা পরিমাপও করা হবে। ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন, জিএসপি সুবিধা ফিরে পেতে বেধে দেয়া ১৬টি শর্তের মধ্যে কতোটুকু বাস্তবায়িত হয়েছে তা সরেজমিনে পর্যবেক্ষণের জন্যই এই প্রতিনিধি দল ঢাকা আসছে। প্রতিনিধি দল ইপিজেড এলাকা, চিংড়ি প্রক্রিয়াজাতকরণ সেক্টর এবং অন্যান্য স্থানীয় সংস্থারগুলোর সাথেও বৈঠক করবেন।..ঢাকা থেকে আমীর খসরু