অ্যাকসেসিবিলিটি লিংক

প্রতি দুই সেকেন্ডে একজন করে মানুষ বাস্তুচ্যুত হচ্ছে


প্রতি দুই সেকেন্ডে বিশ্বে একজন করে মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। আর প্রতিদিনের হিসেবে বাস্তুচ্যুত হয় ৪৪ হাজার ৫শ’ মানুষ। জাতিসংঘের শরণার্থীবিষয়ক এজেন্সি ইউ এন এইচ সি আর রিপোর্টে এই তথ্য বেরিয়ে এসেছে। মঙ্গলবার জেনেভায় ২০শে জুন শরণার্থী দিবসকে সামনে রেখে প্রকাশিত এই রিপোর্টে বলা হয়, ২০১৭ সালে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা রেকর্ড সৃষ্টি হয়েছে। এই সময়ে ৬ কোটি ৮৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে মিয়ানমার থেকে প্রায় ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। যুদ্ধ, অন্যান্য সহিংসতা ও নির্যাতনের মুখে বেশির ভাগ মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। এই সংকটের শীর্ষে রয়েছে কঙ্গো, দক্ষিণ সুদান ও বাংলাদেশে রোহিঙ্গাদের দলে দলে ছুটে আসা। জাতিসংঘের রিপোর্টে বলা হয়, ২০১৭ সালের শেষ নাগাদ যেসব মানুষ বলপূর্বক বাড়িছাড়া হয়েছে তার মধ্যে ১ কোটি ৬২ লাখ মানুষ হয়তো প্রথমবারের মতো- না হয় পুনর্বার বাস্তুচ্যুত হয়েছে। শরণার্থীবিষয়ক জাতিসংঘের হাইকমিশনার ফিলিপোগ্রান্ডি বলেছেন, বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুতের ব্যবস্থাপনায় সফলতার জন্য প্রয়োজন একটি নতুন ও সুদূরপ্রসারী ব্যাপক উদ্যোগ। যাতে কোনো দেশ বা সম্প্রদায় এ সমস্যা নিয়ে নিঃসঙ্গ না থাকে। তিনি বলেছেন, আশার কথা হচ্ছে- শরণার্থী বিষয়ে সাড়া দিয়ে ১৪টি দেশ একটি ব্লুপ্রিন্ট নিয়ে এগিয়ে এসেছে। যেটা জাতিসংঘ সাধারণ অধিবেশনে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG