এক বছর আগে মিয়ানমার থেকে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নির্মূল অভিযান থেকে বাঁচতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে কক্সবাজারে আশ্রয় নিয়েছেন। জাতিসংঘ যেটাকে জাতিগত নিধনের উদহারণ হিসেবে আখ্যা দিয়েছে। এক বছর পার হয়েছে।
কক্সবাজারের বিভিন্ন শরনার্থী শিবিরে রোহিঙ্গারা মানবেতর জীবন কাটাচ্ছে। মিয়ানমার যদিও বলেছে, তারা রোহিঙ্গাদের ফেরত নিতে প্রস্তুত। কিন্তু বহু রোহিঙ্গা পরিবার নিরাপত্তার অভাবে এখনো মিয়ানমার থেকে পালিয়ে আসছে।
গত এক বছরে কতোদূর এই সংকটের অগ্রগতি হলো, কি অবস্থা এখন, কবে নাগাদ সংকটের সমাধান হবে এসব নিয়ে আজকের আলোচনায় অযশ নিচ্ছেন হোপ ফাউন্ডেশেন বাংলাদেশের প্রধান ডা. ইফতেখার মাহমুদ ও ভয়েস অব আমেরিকার কক্সাবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।