যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট ডব্লিউজেপি এর বৈশ্বিক আইনের শাসন সূচকে ১২৬টি দেশের মধ্যে ১১২তম অবস্থান পেয়েছে বাংলাদেশ।
ডব্লিউজেপি এর প্রকাশিত ‘আইনের শাসন সূচক-২০১৯ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে দক্ষিণ এশিয়ায় নেপাল, শ্রীলঙ্কা ও ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে এবং পেছনে রয়েছে পাকিস্তান। সংস্থাটির ২০১৮ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০২তম।
১২৬টি দেশের ১ লাখ ২০ হাজার খানায় জরিপ ও ৩৮০০ জন বিশেষজ্ঞের মতামত নিয়ে ডব্লিউজেপি এই সূচক এবং প্রতিবেদনটি তৈরি করেছে। সংস্থাটি যে ৮ টি বিষয়কে সামনে রেখে আইনের শাসনের সূচক তৈরি করেছে সেগুলো হল সরকারি ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, নিয়ম ও নিরাপত্তা, নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ, নাগরিক ন্যায়বিচার এবং ফৌজদারি বিচার।
সুচকে শীর্ষ অবস্থানে থকা তিনটি দেশ হচ্ছে ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড এবং তলানিতে থাকা দেশগুলো হল কঙ্গো, কম্বোডিয়া ও ভেনিজুয়েলা।