আনন্দে মুখর এবং একই সাথে প্রতিবাদে সোচ্চার বাংলাদেশের মানুষ রোববার স্বাগত জানিয়েছেন বাংলা নতুন বছর ১৪২৬ কে।
প্রতি বছরের ন্যায় এবারও ঢাকার রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী রবীন্দ্র সঙ্গীতের আসরে সুর মূর্ছনায় পহেলা বৈশাখের কর্মসূচীর সূচনা হয়। ছায়ানটের সভাপতি সানজিদা খাতুন এ সময় বলেন।
পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। দেশব্যাপী দিনের কর্মসূচীর মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক আয়োজন এবং আবহমান বাংলার হালখাতা অনুষ্ঠান। বিভিন্ন যায়গায় মানুষ মানবব্ধন করে নারী নির্যাতনসহ অন্যান্য নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দলিয় নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বর্তমানে বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডাঃ লোটে শেরিং ঢাকায় পহেলা বৈশাখের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন বরং পরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ, যেখানে তিনি ডাক্তারি পড়েছেন, পরিদর্শন করেন।