অ্যাকসেসিবিলিটি লিংক

চীন থেকে বাংলাদেশিদের দেশে ফিরতে নিরুৎসাহিত করা হচ্ছে


আত্মীয়-স্বজন ও দেশের স্বার্থে উহান শহরসহ চীনের করোনা ভাইরাস আক্রান্ত এলাকায় থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

আত্মীয়-স্বজন ও দেশের স্বার্থে উহান শহরসহ চীনের করোনা ভাইরাস আক্রান্ত এলাকায় থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এমন বক্তব্য দিয়ে বলেন এ সময় তাদের জন্য সে দেশেই থাকা নিরাপদ এবং অসুস্থ হলে সেখানেই এ রোগের উন্নত চিকিৎসা রয়েছে। তিনি বিশ্ব সাস্থ্য সংস্থার পরামর্শের বরাত দিয়ে বলেন যে যেখানে আছেন সেখানেই থাকা নিরাপদ। তিনি বলেন বাংলাদেশে বর্তমানে সাড়ে সাত হাজার চীনা নাগরিক আছেন যাদের কারও মধ্যে এখনও করোনা ভাইরাস সংক্রামন শনাক্ত হয় নাই। সল্প সময়ে করোনা ভাইরাস পরীক্ষার জন্য পর্যাপ্ত কিটস আমদানি করা হয়েছে বলে উল্লেখ করে জাহিদ মালেক বলেন বাংলাদেশে এখনো করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী পাওয়া যায় নাই। তিনি বলেন করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সকল প্রস্তুতি নিয়েছে এবং কেউ আক্রান্ত হলে দেশের হাসপাতাল গুলোতে চিকিৎসারও ব্যবস্থা রাখা হয়েছে।

জাহিদ মালিক বলেন ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে চীনের উহান শহর থেকে ফিরে আশা ৩১২ জন বাংলাদেশিকে আগামী ১৪ ই ফেব্রুয়ারি ছেড়ে দেয়া হবে।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00



XS
SM
MD
LG