অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তান থেকে ২৫০০ আমেরিকান সেনা প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা


এ বছর ১১ই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে ২৫০০ আমেরিকান সেনা প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বছর ট্রাম্প প্রশাসন এবং তালেবান সম্মত হয়েছিল যে পহেলা মের মধ্যে তা করা হবে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের ২০ বছর পর, প্রায় এক ট্রিলিয়ন ডলার ব্যয় ও ২৩০০'রও বেশি , আমেরিকান সৈন্য এবং কয়েক হাজার আফগানির প্রাণহানির পর আজ যুক্তরাষ্ট্র বলছে, যথেষ্ট হয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসন সেনা ফিরিয়ে নেয়ার সময়সীমা ১ লা মে নির্ধারণ করেছিল, এই শর্ত দিয়ে যে আফগানিস্তান নিয়ন্ত্রণকারী মৌলবাদী গোষ্ঠী আল-কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। কোন ধরনের শর্ত ছাড়াই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন জো বাইডেন। বললেন লড়াই চালিয়ে যাওয়ার এবং ভিন্ন ফলাফলের আশা করার কোনও মানে নেই। কিছু রিপাবলিকান বলেছেন যে তালিবান আফগানিস্তানে নিয়ন্ত্রণ ফিরে পাবে এবং আফগান ও যুক্তরাষ্ট্রের স্বার্থকে আহত করবে। যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে, ন্যাটো বুধবার পহেলা মের মধ্যে আফগানিস্তান থেকে ১০ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগীরা প্রায় ৩ লাখ আফগান সেনাকে প্রশিক্ষণ দেবে, মানবিক প্রয়াস চালাবে এবং কূটনৈতিকভাবে জড়িত থাকবে। মে’র পরিবর্তে সেপ্টেম্বরে বাইডেনের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের জবাবে, তালেবান হুঁশিয়ারি দিয়ে, সহিংসতা ও আফগান সরকারের পতনের আশঙ্কা বাড়িয়ে দেয়ার কথা বলেছে। প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধে প্রাণ হারানো সৈন্যদের শ্রদ্ধা জানাতে আরলিংটন জাতীয় কবরস্থান পরিদর্শন করেছেন।
XS
SM
MD
LG