অ্যাকসেসিবিলিটি লিংক

শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলায় সহজ বৈজ্ঞানিক পরিভাষা ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার


প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ছবি- ইউএনবি)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ছবি- ইউএনবি)

শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও বেশি আগ্রহী করে তুলতে বাংলায় বৈজ্ঞানিক পরিভাষা ব্যবহার সহজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, “আমি মনে করি বিজ্ঞানভিত্তিক শিক্ষার বিকাশ ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না।…আমাদের প্রযুক্তিগত শিক্ষা নিতে হবে। এটি ছাড়া আমরা উন্নতি করতে পারব না।”

তিনি বলেন, “বিজ্ঞানভিত্তিক শিক্ষা, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও গবেষণাভিত্তিক জ্ঞানকে জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”

শেখ হাসিনা বলেন, “স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান এমনকি শিল্পসহ প্রতিটি ক্ষেত্রে গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বৈজ্ঞানিক পরিভাষার ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, “বাংলা ভাষায় বৈজ্ঞানিক শব্দের কঠিন পরিভাষা ব্যবহার সবার বোধগম্য নাও হতে পারে। এ ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত শব্দ এবং আন্তর্জাতিকভাবে গৃহীত শব্দ ব্যবহার করা যেতে পারে। আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে যে শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় তা গ্রহণ করতে হবে।”

তিনি বলেন, “বিজ্ঞানে ইংরেজি, ফরাসিসহ অনেক ভাষার শব্দ অন্তর্ভুক্ত রয়েছে। বাংলা ভাষায় প্রায় আট হাজার বিদেশি শব্দ আছে।”

তিনি বলেন, “আমাদের এই বিষয়ে এতটা রক্ষণশীল হওয়া উচিত নয়। বিজ্ঞানের সহজ শিক্ষার জন্য বাংলা ভাষায় সাধারণভাবে ব্যবহৃত বৈজ্ঞানিক পরিভাষাগুলো ব্যবহার করা যেতে পারে বলে আমি মনে করি।”

শেখ হাসিনা বলেন, “দেশকে উন্নয়নশীল থেকে উন্নত করতে হলে ভাষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞানসহ সব বিষয়ে চর্চা ও গবেষণা জরুরি।”

অমর একুশের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন শেখ হাসিনা অমর একুশের ৭০ বছর উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও একটি ডেটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকার স্মারক ডাকটিকিট, ১০ টাকার উদ্বোধনী খাম ও ৫ টাকার ডেটা কার্ড উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো.তোফাজ্জেল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো.খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে এবং পরবর্তীতে সারা দেশের অন্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলোতেও পাওয়া যাবে।

XS
SM
MD
LG