নাটোরের বড়াইগ্রামে সপ্তম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মধ্যরাতে নাটোরের লালপুর উপজেলার চরাঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার হযরত আলী (৬০) বড়াইগ্রাম উপজেলার দাসগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের উপ অধিনায়ক রফিকুল ইসলাম জানান, গত ৬ ফেব্রুয়ারি বড়াইগ্রাম উপজেলার দাসগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত আলী তার মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে কাগজপত্র ঠিক করে দেয়ার কথা বলে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে ছাত্ররা ছুটে এলে দরজা খুলে পালিয়ে যায় অধ্যক্ষ। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করলে আত্মগোপনে চলে যায় হযরত আলী।
তিনি জানান, পরে গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে বুধবার মধ্যরাতে জেলার লালপুর উপজেলার চরাঞ্চলে অভিযান চালিয়ে অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়।
তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।