অ্যাকসেসিবিলিটি লিংক

ঈদে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক


বাংলাদেশের মুদ্রা
বাংলাদেশের মুদ্রা

বিভিন্ন তফসিলি ব্যাংকের ৩২টি শাখার মাধ্যমে ২০ এপ্রিল থেকে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়তে শুরু করবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, “পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই নতুন নোট ছাপিয়েছে।” তিনি বলেন, ঢাকা মহানগর, গাজীপুর ও নারায়ণগঞ্জ শহরে তফসিলি ব্যাংকের ৩২টি শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে। প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংক ঈদের আগে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট ছাপিয়েছে। প্রয়োজনে নতুন নোটের পরিমাণ বাড়ানো হবে।

সিরাজুল ইসলাম বলেন, মুদ্রা প্রবাহে ভারসাম্য আনতে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে একই পরিমাণ পুরনো নোট প্রত্যাহার করেছে। ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাক ‘র নতুন নোট বাজারে ছাড়া হবে।

XS
SM
MD
LG