যুক্তরাষ্ট্রের সেনেটর লিন্ডসে গ্রাহাম এবং রিচার্ড ব্লুমেনথাল রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসাবে চিহ্নিত করার জন্য পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব প্রকাশ করেছেন। হোয়াইট হাউস এখন পর্যন্ত রাশিয়াকে এই তালিকাভুক্ত করার বিরুদ্ধে ছিল।
নেব্রাস্কায় গভর্নর পদের জন্য রিপাবলিকান প্রাইমারি নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের পছন্দসই প্রার্থী মঙ্গলবার জিততে পারেননি তবে ওয়েস্ট ভার্জিনিয়ায় কংগ্রেসের প্রাথমিক প্রতিযোগিতায় প্রাক্তন প্রেসিডেন্টের পছন্দ প্রাধান্য পায়। ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার সম্ভাব্য অংশগ্রহণের আগে ১৫০ জনেরও বেশি প্রার্থীকে সমর্থন দিয়েছেন।
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক মঙ্গলবার বলেছেন, তিনি সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর থেকে টুইটারের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। মাস্ক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমটির মালিকানা গ্রহণের জন্য ৪৪ বিলিয়ন ডলারের একটি চুক্তিতে সম্মত হয়েছেন। টুইটার এ ব্যাপারে মন্তব্য করার অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।