অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর


এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:36 0:00

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা মঙ্গলবার সৌদি আরবে ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করেছেন। আশা করা হচ্ছে, ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার সাথে আংশিক যুদ্ধবিরতির পরিকল্পনা তারা উপস্থাপন করবে। ইউক্রেনের পরিকল্পনার মধ্যে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করা এবং যুদ্ধবিরতি যার মধ্যে কৃষ্ণ সাগর থাকবে।

আমেরিকার পরিবারগুলোর ওপর এক জরিপে যদিও দেখা যাচ্ছে, ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে ভোক্তারা ক্রমবর্ধমানভাবে হতাশ এবং আমেরিকার শেয়ার বাজারে দর কমেছে, তা সত্বেও যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট সোমবার বলেন,অর্থনীতি সম্পর্কে আশাবাদী হওয়ার অনেক কারণ রয়েছে।

ইংল্যান্ডের পূর্বাঞ্চলে সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমানের জ্বালানী তেল বহনকারী আমেরিকার পতাকাবাহী একটি ট্যাংকারের সঙ্গে পর্তুগিজ পতাকাবাহী একটি মালবাহী জাহাজের সংঘর্ষ হয়। জাহাজে থাকা ৩৭ জন ক্রুর সবাই নিরাপদে আছে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও পর্তুগাল এই ঘটনাটি তদন্ত করবে।

XS
SM
MD
LG