অ্যাকসেসিবিলিটি লিংক

শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী দীপু মনি


শিক্ষামন্ত্রী দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

দীপু মনি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা বাস্তবায়ন হবে না। সচেতন শিক্ষার্থীরা তা প্রতিহত করবে।”

রবিবার (২৯ মে) চাঁদপুর শহরের বাবুরহাট উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, “দেশের মানুষ শান্তি চায় এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দ্রুত এগিয়ে যাচ্ছে। মানুষের জীবনমাননের উন্নয়ন হচ্ছে। মানুষ এখন এটাই চায়।”

তিনি বলেন, “অশুভ শক্তি জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারও মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ ও সচেতন ছাত্রসমাজ সেটিকে প্রতিহত করবে।”

ডা. দীপু মনি, বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো কাজের মাধ্যমে মানুষ হয়ে দেশকে ভালোবাসার আহ্বান জানান।

XS
SM
MD
LG