সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে, সরকারের কাছে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, “আমি মনে করি ঘটনাটি খতিয়ে দেখতে এবং এর জন্য যারা দায়ী তাদের খুঁজে বের করার জন্য, অবিলম্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা উচিত।”
সোমবার (৬ জুন) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে, এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন।
অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতেও, সরকারের কাছে দাবি জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে, দেশের সব কন্টেইনার ডিপোতে ‘নজরদারি ব্যবস্থা’ চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “আমরা অবাধ ও নিরপেক্ষ তদন্ত চাই।”
চট্টগ্রাম অগ্নিকাণ্ডের পর দেশের পোশাক খাত ও অর্থনীতিতে কী প্রভাব পড়েছে? এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “অবশ্যই এর নেতিবাচক প্রভাব পড়বে।”