ইউক্রেন সরকার যুদ্ধাপরাধ এবং অন্যান্য নৃশংসতার দায়ে অভিযুক্ত রুশ সেনাদের যে বিচার করছে, তার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন জানাতে অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড ইউক্রেন সফর করেছেন।
গত প্রেসিডেন্ট নির্বাচনে জেতার জন্য এবং নির্বাচনের ফলাফল পরিবর্তন করতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার রাজনৈতিক মিত্ররা বিভিন্ন রাজ্যে ভুয়া নির্বাচক মোতায়েনের চেষ্টা করেছিল, এমন সাক্ষ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের হাসপাতাল, ক্লিনিক, ফার্মেসিগুলোতে মঙ্গলবার থেকে ছোট শিশুদের কোভিড টিকা দেয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র প্রথম দেশ যেখানে ৬ মাস বা তার বেশি বয়সের শিশুদের এম আর এন এ টিকা দেয়া শুরু হলো।