বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করতে, ঢাকায় আবারও দূতাবাস চালু করার বিষয়ে চিন্তা করছে আর্জেন্টিনা।
সোমবার (১১ জুলাই) রাজধানী ঢাকার একটি হোটেলে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে এক বৈঠকে, এ তথ্য জানান আর্জেন্টিনার পররাষ্ট মন্ত্রণালয়ের বৈদেশিক নীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ক্লডিও রোজেনওয়েইগ।
ক্লডিও রোজেনওয়েইগ, ঢাকা সফররত আর্জেন্টিনার একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। রোজেনওয়েইগ জানান, “বাংলাদেশের সঙ্গে সবক্ষেত্রে সম্পর্ক জোরদার করার ব্যাপারে আন্তরিক আর্জেন্টিনা।”
বৈঠকে, এফবিসিসিআই প্রতিনিধিদের আর্জেন্টিনা সফরের আমন্ত্রণ জানান ক্লডিও রোজেনওয়েইগ।
এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারিত করার লক্ষ্যে, বেসরকারি খাতের মধ্যে সম্পর্ক জোরদারের সুপারিশ করেন। এফবিসিসিআই ও আর্জেন্টিনার শীর্ষ বাণিজ্য সংগঠনের মধ্যে সমঝোতা স্মারক সইয়েরও প্রস্তাব করেন তিনি।
এছাড়া, দক্ষিণ আমেরিকার চারটি দেশ; ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ের বাণিজ্য ব্লক মারকোসারের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের প্রক্রিয়াকে বেগবান করতে, আর্জেন্টিনার সহায়তা কামনা করেন এফবিসিসিআই সভাপতি।বৈঠকে, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ও মালদ্বীপের জন্য দায়িত্বপ্রাপ্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত হুগো গ্যাবি বলেন, “মুক্ত বাণিজ্য চুক্তিতে অনেক বেশি সময় লাগে। তাই, মারকোসারের সঙ্গে অগ্রাধিকারমুলক বাণিজ্য চুক্তি সইয়ের প্রক্রিয়া অগ্রগন্য হতে পারে।”
বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমাদ চৌধুরী, মহাপরিচালক (আমেরিকাস) নায়েম উদ্দিন আহমেদ, সহকারী সচিব (আমেরিকাস) তারিক মাহমুদ পাশা। তারা দুই দেশের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার আহ্বান জানান।