অ্যাকসেসিবিলিটি লিংক

টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, এপিবিএন সদস্য আহত


ফাইল ছবি-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প
ফাইল ছবি-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প

বাংলাদেশের কক্সবাজার জেলার, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময়, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি হাসান বারী নূর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “গুলিবিদ্ধ এপিবিএন সদস্যের নাম কাউসার আহমেদ। তার বাড়ি নোয়াখালী জেলায়। তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

অতিরিক্ত ডিআইজি হাসান বারী নূর আরও জানান, “দুপুর সাড়ে ১২টার পর থেকে নয়াপাড়া ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছিল। দুপুর আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে যায় এপিবিএনের একটি দল। পরে, সন্ত্রাসীদের গুলিতে আহত হন এক সদস্য।”

“পাহাড়ে অবস্থানকারীরা রোহিঙ্গা ডাকাত গ্রুপের সদস্য। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে;” জানান আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি হাসান বারী নূর।

XS
SM
MD
LG