পাঁচ দফা দাবিতে, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশের সিলেট জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ছয়টি নিবন্ধিত সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সকাল ৬টা থেকে সিলেটের সড়কে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মালবাহী ট্রাকসহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ৫ সেপ্টেম্বর আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঁচ দফা দাবিতে একটি স্মারকলিপি দিয়েছিলাম।স্মারকলিপির অনুলিপি সিলেটের প্রশাসনের সংশ্লিষ্ট সকল সেক্টরে পাঠানো হয়েছে। সেসব দাবি পূরণে কোনো উদ্যোগ না নেওয়ায় আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার থেকে সিলেটের সব ধরনের গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।”
তাদের দাবিগুলো হলো; সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ও উপ-কমিশনারের (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ অতিরিক্ত জরিমানা বন্ধ করা, সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া, ভাঙা রাস্তাগুলোর দ্রুত সংস্কার, নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয় করা গাড়ির রেজিস্ট্রেশন প্রদান, বেআইনী গাড়ি অটোবাইক, ব্যাটারি চালিত রিকশা ও ডাম্পিং করা গাড়ি চলাচল বন্ধ করা।