অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের পুঁজিবাজার: গত সপ্তাহে বিনিয়োগকারীদের লোকসান হয়েছে ২,৮২৯ কোটি টাকা


বাংলাদেশের পুঁজিবাজার: গত সপ্তাহে বিনিয়োগকারীদের লোকসান হয়েছে ২,৮২৯ কোটি টাকা।

সাপ্তাহিক বাজারের লেনদেন অনুসারে, গত সপ্তাহে (২৫-২৯ সেপ্টেম্বর) বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীরা দুই হাজার ৮২৯ কোটি টাকা লোকসান গুনেছেন। পাঁচ কার্যদিবসের বাজার সূচকে তিন দিন পতন এবং দুই দিন উত্থান দেখা গেছে।

ঐ সপ্তাহে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে বাজারে বিনিয়োগকারীদের মূলধন কমেছে দুই হাজার ৮২৯ কোটি ৯৪ লাখ টাকা।

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৬১টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, ১৭৩টির দাম কমেছে এবং অপরিবর্তিত ছিল ১৫২টির।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়ায়, সপ্তাহে ডিএসই সূচক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৫১২ পয়েন্টে। আগের সপ্তাহের তুলনায় ডিএসই এবং ডিএসইএস-এর অন্য দুটি সূচকের মধ্যে (বাংলাদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) মূল্য, চার্ট, প্রোফাইল এবং অন্যান্য বাজার তথ্যসহ) ১৭ পয়েন্ট কমে এক হাজার ৪১৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৩৩০ পয়েন্টে।

সূচক ও লেনদেন কমায়, গত সপ্তাহে বাজার মূলধনের পরিমাণ (মূলধন) কমেছে দুই হাজার ৮২৯ কোটি ৯৪ লাখ টাকা। তবে এর আগের সপ্তাহে মূলধন বেড়েছে দুই হাজার ৬১৭ কোটি ৪২ লাখ টাকা।

সপ্তাহের শুরুতে, ২৫ সেপ্টেম্বর বাজার মূলধন ছিল ৫,২২,৭৬৩ কোটি ৯৯ লাখ টাকা। সপ্তাহের শেষে বৃহস্পতিবার( ২৯ সেপ্টেম্বর) লেনদেন শেষে পুঁজি দাঁড়িয়েছে ৫,১৯,৯১৪ কোটি ৪ লাখ টাকা। মূলধন কমেছে ৫৪ শতাংশ।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়ায়, গেল সপ্তাহে প্রধান ডিএসই সূচক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৫১২পয়েন্ট। ডিএসইর অন্য দুটি সূচকের মধ্যে ডিএসইএস সূচক আগের সপ্তাহের তুলনায় ১৭পয়েন্ট কমে এক হাজার ৪১৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে দুই হাজার ৩৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

XS
SM
MD
LG