অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ সফররত আইএমএফের দল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঋণ নিয়ে আলোচনায় করেছে


আইএমএফ ভবনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লোগো
আইএমএফ ভবনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লোগো

বাংলাদেশকে ৪৫০ কোটি (৪ দশমিক ৫ বিলিয়ন) ইউএস ডলার ঋণ দেওয়ার বিষয়ে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাংলাদেশ সফররত আলোচক দল। তাদের সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ ব্যাংক ভবনে বৈঠকে বসেন তারা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এ আলোচনার উদ্বোধন করেন। উদ্বোধনী অধিবেশনে ডেপুটি গভর্নর কাজী সায়েদুর রহমান ও আহমেদ জামালও বক্তব্য দেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ব্যাংকিং খাতের সুরক্ষা মূল্যায়নসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে একটি উপস্থাপনা দেন।

ডেপুটি গভর্নররা অর্থপ্রদানের ভারসাম্য, বিনিময় হার উন্নয়ন, বাণিজ্য ঋণ, ক্রস বর্ডার আন্তঃব্যাংক ঋণ, রিজার্ভ ডেভেলপমেন্ট, এফডিআই প্রজেকশন এবং ২৩ অর্থবছর থেকে ২৫ অর্থবছরের বাজেট সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন।

XS
SM
MD
LG