অ্যাকসেসিবিলিটি লিংক

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা


বাংলাদেশে ইলিশ মাছ রক্ষায়, প্রজনন কালে, ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শুক্রবার (২৮ অক্টোবর)। শুক্রবার দিবাগত রাত ১২টার পর, বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলেরা মাছ ধরার জন্য জাল ও ট্রলারসহ প্রস্তুতি শেষ করেছেন।

এর আগে গত ৭ অক্টোবর, বাংলাদেশের চাঁদপুর জেলার মতলবের ষাটনল থেকে হাইমচরের শেষ সীমানা পর্যন্ত ৯০ কিলোমিটার মেঘনা-পদ্মায় অভয়াশ্রমে, ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশসহ অন্যান্য মাছ ধরা,পরিবহন,বেচা-কেনা ও মওজুত করার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে মৎস্য বিভাগ, উপজেলা ও জেলা প্রশাসন,পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করেছেন।

জেলেরা জানান, ইলিশসহ মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালে,প্রায় ৫০ হাজার জেলে বেকার ছিলেন। প্রত্যেক জেলের জন্য ২৫ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছিল, যা যথেষ্ট ছিল না।

জেলা মৎস্য অফিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তৌকির আহমেদ জানান, “নিষেধাজ্ঞার সময়, ১৭৮টি মামলায় ২১২ জন জেলেকে কারাগারে পাঠানো হয়েছে।”

মাছধরায় নিষেধাজ্ঞার আওতায় ছিল, বরিশাল,চাঁদপুর,লক্ষ্মীপুর, ভোলা,শরীয়তপুর ও পটুয়াখালী- এই ছয় জেলার ইলিশ অভয়ারণ্য।

XS
SM
MD
LG