অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ব্যাংকগুলোতে তারল্য সংকট নেই, বলছে বিএবি


বেসরকারি ব্যাংকগুলোর উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস (বিএবি) এক বিবৃতিতে বলেছে যে বর্তমানে ব্যাংকগুলোতে তারল্য সংকট নেই।

সোমবার (২৮ নভেম্বর) দেওয়া বিবৃতিতে বিএবি আরও বলেছে “ব্যাংকিং খাতে তারল্য সংকট নিয়ে নেতিবাচক প্রচারণা চলছে। কিন্তু এটা সত্য নয়; ব্যাংকগুলোতে তারল্য স্থিতিশীল রয়েছে।”

বিএবি বলেছে,“বর্তমানে ব্যাংকিং খাতে এক দশমিক ৭০ লাখ কোটি টাকার তারল্য অবশিষ্ট রয়েছে। যা প্রয়োজনের চেয়ে বেশি।”

বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়। এক বৈঠকে ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার পর, বিএবি এ বিবৃতি দিয়েছে।

XS
SM
MD
LG