অ্যাকসেসিবিলিটি লিংক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ—শপথ নিয়েছেন নতুন বিচারপতিরা


বাংলাদেশ হাইকোর্ট
বাংলাদেশ হাইকোর্ট

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির নির্দেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন-হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

আজ বিকেলই তাঁদের শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী। শপথ অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরাসহ অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেন আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।

বর্তমানে আপিল বিভাগে ৬ জন বিচারপতি রয়েছেন। নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে এ সংখ্যা দাঁড়াবে ৯ জনে।

XS
SM
MD
LG